এখানে ১১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ও সমাধান দেয়া হয়েছে। আপনি চাইলে পড়ে নিজেকে আরও দক্ষ করতে পারেন কিংবা পরীক্ষাও দিতে পারেন এখান থেকে।
বিসিএস এর চাহিদা বাংলাদেশে দ্বিতীয় বার আর কাউকে বলে বোঝানো যাবে না। দেশে যেসব প্রশাসন নেতৃত্ব দেয়, তার বেশির ভাগের নিয়োগ হয় এই বিসিএস পরীক্ষার মাধ্যমে। ফলে দিন দিন বিসিএস আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠছে।
আর এখানে পরীক্ষা দেয়ার জন্য আপনার কোন বিশেষ বিষয়ে দক্ষ হওয়া জরুরি না, শুধু মাত্র অনার্স/ডিগ্রি পাশ করলে এখানে পরীক্ষা দেয়ার যোগ্যতা অর্জন করা যায়।
এই বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেয়ার জন্য বিগত পরীক্ষার প্রশ্ন ও সমাধান জানা খুব জরুরি। তাই আমাদের এবারের আয়োজন ১১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ও সমাধান নিয়ে। আশা করি, এটা আপনাদের সামনের পরীক্ষার প্রস্তুতির জন্য এটা সাহায্য করবে।
১১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ও সমাধান
#1. চীন-বাংলাদেশ মৈত্রী সেতু -১ নির্মানের প্রধান উদ্দেশ্য —
#2. Which is the noun of the word “Beautiful”?
#3. ‘Out and Out’ means?
#4. আফটা (AFTA) বলতে কি বোঝায় —
#5. “হারারে” এর পুরাতন নাম —
#6. ”আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর” গ্রন্থটির রচয়িতা —
#7. যদি a^3 – b^3 = 513 এবং a-b = 3 হয়, তবে ab এর মান কত?
#8. (x+3)(x-3)কে x^2-6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে ?
#9. জাতিসংঘ দিবস পালিত হয় —
#10. ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদাণ করে —
#11. কোনটি শুদ্ধ বাক্য?
#12. বাংলা গীতি কবিতায় ‘ভোরের পাখি’ কে?
#13. পাশাপাশি দুটি বর্গক্ষেত্রের প্রতেক বাহু ২০ ফুট। BC = ৬ ফুট,CF=৫ ফুট,DE=কত?
#14. ‘অর্ধচন্দ্র’ এর অর্থ —
#15. A rolling stone gathers no moss. What is “rolling”?
#16. কোন তারিখে ‘আন্তর্জাতিক পরিবেস দিবস’ পালিত হয় ?
#17. “May Allah help you.” — What kind of sentence is this?
#18. ক এর বেতন খ এর বেতন অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশি হলে খ এর বেতন ক এর বেতন অপেক্ষা কত টাকা কম?
#19. বি.কে.এস.পি. হলো —
#20. একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে ১৫৪০ ফুট গতিবেগে লক্ষ্য ভেদ করে।এক ব্যাক্তি বন্দুক ছুরবার ৩ সেকেন্ড পরে লক্ষ্য ভেদেরে শব্দ শুনতে পায়।শব্দের গতি প্রতি সেকেন্ডে ১১০০ ফুট।লক্ষ্য বস্তুর দূরত্ব কত?
#21. মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?
#22. He has assured me__________safety.
#23. মালদ্বীপের মুদ্রার নাম কি?
#24. একটি ক্রিকেট দলের যতজন ষ্ট্যাম্প আউট হল তার দেড়গুন কটআউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো।এই দলের কত জন কট আউট হলো?
#25. “Hold water” means?
#26. ‘সংশয়’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
#27. ২ টা ১৫ মিনিটের সময় ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন করে?
#28. একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি r থেকে বৃদ্ধি করে r+n করা হয়, তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয় । r এর মান কত ?
#29. ‘ক্ষমার যোগ্য’ -এর বাক্য সংকোচন —
#30. বাংলাদেশে মোট আবাদ যোগ্য জমির পরিমান কত?
#31. মা ও মণি হলো —
#32. He has been ill _______ Friday last.
#33. সূর্য এর প্রতিশব্দ কি?
#34. ক ঘন্টায় ১০ কিঃ মিঃ এবং খ ঘন্টায় ১৫ কিঃ মিঃ একই সময়ে একই স্থান থেকে রাজশাহীর পথে রওয়ানা হলো। ক ১০.১০ মিনিটের সময় এবং খ ৯.৪০ মিনিটের সময় রাজশাহী পৌছল। রওয়ানা হওয়ার স্থান থেকে রাজশাহীর দুরত্ব কত কিঃ মিঃ?
#35. What is the antonym of “Honorary”?
#36. আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?
#37. এডেন কোন দেশের সমুদ্র বন্দর?
#38. রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো —
#39. সাউথ কমিশনের(1987-1990) চেয়ারম্যান —
#40. ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে —
#41. ‘রাজলক্ষ্মী’ চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক —
#42. কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী?
#43. পুথি সাহিত্যের প্রাচীনতম লেখক —
#44. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
#45. Choose the correct sentence.
#46. ১৯৯২ সালে বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হয় কোথায়?
#47. কাজ করার সামর্থকে বলে —
#48. জাপানের পার্লামেন্টের নাম —
#49. কাঁচ তৈরির প্রধান কাচামাল হলো —
#50. বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয় —
#51. বেগম রোকেয়ার রচনা কোনটি?
#52. ইউরিয়া সারের কাঁচামাল —
#53. Choose the correct sentence.
#54. ১০ টি সংখ্যার যোগফল ৪৬২। এদের গড় ৫২ এবং শেষের ৫ টার গড় ৩৮ ।পঞ্চম গড়টি কত?
#55. What is the verb of the word “Ability”?
#56. আন্তর্জাতিক রোটারী সংস্থার প্রতিষ্ঠাতা —
#57. ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হল —
#58. মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহন করে তাকে বলা হয় —
#59. একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫:২ । যদি পানি অপেক্ষা দুধের পরিমান ৬ লিটার বেশি হয় তবে পানির পরিমান কত?
#60. ‘________ সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস।’
#61. সমুদ্র স্রোতের অন্যতম কারণ —
#62. Syntax means —
#63. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ —
#64. Who is the author of “For Whom The Bell Tolls”?
#65. আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (IAEA) এর সদর দপ্তর —
#66. সর্বপ্রথম যে উফসি ধান এ দেশে চালু হয়ে এখন বর্তমান রয়েছে তা হল —
#67. ১৯,৩৩,৫১,৭৩,______। পরবর্তী সংখ্যাটি কত?
#68. Who is the poet of the “Victorian Age”?
#69. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
#70. a-{a-(a+1)}=কত?
#71. একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুন। দৈর্ঘ্য ৪৮ মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত?
#72. মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ দুরত্ব অতিক্রম করে —
#73. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হল –
#74. What is the synonym of “Incite”?
#75. সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে থাকে —
#76. বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?
#77. বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে —
#78. (১৫÷১৫X১৫)/(১৫÷১৫ এর ১৫) এর মান কত?
#79. মিশুকের স্থপতি কে?
#80. ‘Justice delayed is justice denied’ was stated by —
#81. কোনটি শুদ্ধ?
#82. ‘চাচা কাহিনী’র লেখক —
#83. ‘শিষ্টাচার’ এর সমার্থক শব্দ কোনটি?
#84. হরিপুরে তেল আবিষ্কার হয় —
#85. . সমাস ভাষাকে —-
#86. বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি?
#87. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়?
#88. এক মিটার সমান কত ইঞ্চি?
#89. নামিবিয়ার রাজধানী —
#90. ওডারনীস নদী —
#91. উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?
#92. পবিত্র ভূমি কোনটিকে বলা হয়?
#93. কম্পিউটার সফটওয়ার বলতে কি বুঝানো হয় —
#94. প্রাচীন ‘চন্দ্রদ্বীপ’ এর বর্তমান নাম কি ?
#95. বাসস একটি —-
#96. ‘বৈরাগ্য সাধনে_____ সে আমার নয়।’ শূন্যস্থান পূরন করুন
#97. ইস্পাত সাধারনত লোহা থেকে ভিন্ন। কারন এতে –
#98. সমুদ্র পৃষ্ঠে বাযুর চাপ প্রতি বর্গ সেঃমিঃ এ —
#99. ”মোস্তফা চরিত” গ্রন্থের রচয়িতা–
#100. চালের মূল্য ১২% কমে যাওয়ায় ৬০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায় ১ কুইন্টাল চালের বর্তমান মূল্য কত?
Results

আরও পড়ুন